স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার তাঁরা আইনজীবী সমিতির সভাপতি’র কার্যালয়ের সামনে এ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পৌরসভার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করবেন বলেও জানিয়েছেন।
শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক সামছুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সদস্য মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জজকোর্টের পিপি সিরাজুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, ফজলে আলী, হুমায়ুন কবীর সৈকত, সুলতান মাহমুদসহ জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com