আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রতারণা মামলায় পিতা-পুত্রসহ একই পরিবারের ৬ জনকে আটক করা হয়েছে। গত ৩ মার্চ (বুধবার) আজমিরীগঞ্জ চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদারের বিচারিক আদালতের রায়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের (ফতেপুরের) বাসিন্দা আব্দুল মালেক মিয়া, তার পুত্রদ্বয় জাহান আলী মিয়া, মিস্টার মিয়া, আলমগীর মিয়া, নাজমুল মিয়া ও মামুন মিয়া।
সূত্র জানায়, ২০১০ সালে আব্দুল মালেক মিয়া তার প্রবাসী আত্মীয় মফিজুল ইসলামের নিকট ৩৮.৪০ শতাংশ জায়গা দলিল মুলে বিক্রি করেন। কিন্তু কিছুদিন পুর্বে উক্ত জায়গার ভুয়া কাগজপত্র তৈরি করে পুনরায় নিজের দখলে নিতে মরিয়া হয়ে উঠেন আব্দুল মালেক মিয়া ও তার পুত্ররা। এমনকি ২০১০ সালে দলিল লিখক ও দলিলের সাক্ষীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে মুখ বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত হন মালেক মিয়া ও তার পুত্ররা।
এর প্রেক্ষিতে কিছুদিন পূর্বে প্রবাসী মফিজুল মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বুধবার আজমিরীগঞ্জ চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদার মামলার বাদী-বিবাদীর সমস্ত কাগজপত্র প্রমাণ সাপেক্ষে আব্দুল মালেক মিয়া গংদের আটক করে জেলহাজতে প্রেরণের রায় প্রদান করেন।