সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা সকাল ৮টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ৫ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্থানীয় সাংবাদিক সহ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
পরে অংশগ্রহনকারী বিজয়ী ২০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ আবদুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, আব্দুল মতিন মাস্টার, ফজলে এলাহি মোঃ ফরহাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজহার মাহমুদ, উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, ভ্যাটিনারী সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com