স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ইছবপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে নিজাম উল্লা (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে হত্যা মামলার আসামি ও তার লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
জানা যায়, আহত নিজাম উল্লার ভাতিজা জাফর আলী হত্যা মামলার প্রধান দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছে। এ আক্রোশে তাদের স্বজনরা বৃদ্ধের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত সোমবার সকালে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সানু মিয়াসহ অন্য আসামীরা তাকে পিটিয়ে আহত করে সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়। লোকজন উদ্ধার করে নিজাম উল্লাকে হাসপাতালে ভর্তি করে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ উল্লার পুত্র ও স্থানীয় মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com