স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন।
সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়া হয়। আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে সভাপতি, ফজলুল করিমকে সহ সভাপতি, মোহাম্মদ আবু তাহেরকে সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম ফারুককে যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্বাস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ফারুক, সিরাজুল ইসলাম ধন মিয়া, আরব আলী, ফজলুল করিম, আবু তাহের, আব্বাস উদ্দিন তালুকদার, শহিদ মেম্বার, উস্তার খা, আব্দুল আজিজ ফরহাদ, শফিকুল আলম সজির, নিজাম উদ্দিন বেলাল, মিজান মোহন, সাইফুল ইসলাম রানা, নুরুল ইসলাম এংরাজ মেম্বার, মোঃ ইলিয়াছ মিয়া, সেলিম আহমেদ, আছকির মিয়া মেম্বার, হুমায়ুন কবির, ফরিদ আহমেদ, শামসু মিয়া, ইলিয়াছ চৌধুরী, আব্দুল করিম, সারওয়ার হোসেন, হাসানুর রহমান ইনু, মোশাহিদ মিয়া, আব্দুল মজিদ কনাই, সাদেক মিয়া, দিদার হোসেন মানিক, ছোয়াব আলী, দিলাল মিয়া, আমিনুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান সুমন, রাকিবুল হোসেন সান্টু, ছাত্রদল নেতা শামসুল আলম রিপন, খলিলুর রহমান মাসুম, আব্দুল্লাহ পারভেজ, নুর আলম মামুন প্রমুখ।