স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ^র গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর ঘর পুড়ে দেওয়ার অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী ও মেয়ে। আগুনে বৈদ্যুতিক মিটার ও পাশ^বর্তী বাড়ির আবু কালামের মজুদকৃত খড় পুড়ে যায়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে পুলিশ বলছে আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হবে।
প্রবাসী আবু তাহেরের স্ত্রী লাল বানু জানান, একই গ্রামের আহাদ মিয়ার সঙ্গে তাদের জায়গা নিয়ে বিরোধ চলছে। আহাদ মিয়ার লোকজন আগুন দিয়ে তাদের ঘর পুড়িয়ে দিয়েছে।
প্রবাসী আবু তাহেরের মেয়ে চাঁন মালা জানান, আহাদ মিয়া ও তার ছেলেদের অত্যাচারে তারা অতিষ্ঠ। আহাদ মিয়ার লোকজন তাদের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সানু মিয়া জানান, আহাদ মিয়ার সঙ্গে আবু তাহেরের জায়গা নিয়ে বিরোধ চলছে। শুনেছি আহাদ মিয়ার ছেলে আবু তাহের মিয়ার ঘরে আগুন লাগিয়েছে।
আহাদ মিয়া জানান, আবু তাহেরের সঙ্গে তাদের জায়গা নিয়ে বিরোধ চলছে। কিন্তু আগুন লাগানোর বিষয়টি ষড়যন্ত্র। তারা নিজেরা আগুন লাগিয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কারা আগুন লাগিয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com