চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের জনতার উদ্যোগে “জনতার মুখামুখি, জনতার প্রতিনিধি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে আমকান্দি এলাকায় এ সভার আয়োজন করা হয়। ৩জন মেয়র প্রার্থী ছাড়াও ওই ওয়ার্ডে প্রতিদ্বন্ধী ৪জন কাউন্সিলর প্রার্থী ও ৫জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ আলোচনা সভায় অংশ নিয়ে জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রার্থীগণ নিজেদের বক্তব্যে বলেন, ১৪ ফেব্রুয়ারি চুনারুঘাট পৌরসভা নির্বাচনে জয়ী করলে জনগণের সকল প্রত্যাশা ও দাবি পূরণ করবেন। আলোচনা সভায় অংশ নেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল ও ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ বাছির আহমেদ। কাউন্সিলর প্রার্থীগণ হলেন, বর্তমান কাউন্সিলর আব্দুর রশীদ লাল মিয়া, আব্দুল হামিদ, কাউছার ফরাজী, আব্দুল হাশিম আবু মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ হলেন বর্তমান কাউন্সিলর শাহেনা আক্তার, সুফিয়া আমিন বেবি, মাহমুদা আক্তার সুজিয়া, মাহমুদা খাতুন ও হেলেনা আক্তার। আলহাজ্ব আব্দুর রশীদ তালুকদারের সভাপতিত্বে আব্দুল হাই আল মামুন ও মাহমুদুল হাসান চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম তোতা, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ এনটিভি ইউকে’র প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, মোঃ ইদ্রিস মিয়া, সাইফুল ইসলাম মিজান, সাবেক প্যানেল মেয়র হরমুজ আলী, মোঃ ওয়াহেদ আলী, মোঃ আব্দুল হাফিজ, আমিন আলী মীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com