চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, সহকারি রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায়। এতে পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেল, বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন শামছু, ইসলামী আন্দোলনের বাছির আহম্মদ ছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং নির্ধারিত সময়ে প্রচারণার নির্দেশ দিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com