এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারে সড়ক দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে।
ওই সময় ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারে ঢাকা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১১ ৩৭৬৬) কে ঢাকাগামী বালু বোঝাই একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট ২০ ৭৩৯৫) চাপা দিয়ে রোডের পূর্ব পাশে ডিভাইডারের ভিতরে পার্কিং করে রাখা একটি টমটমের উপর উঠে যায়। এ সময় টমটমটি দুমড়ে মুছড়ে যায়। টমটমটি দুমড়ে মুছড়ে রাস্তার পূর্বপাশে পার্কিং করে রাখা ইউনাইটেড পরিবহনের অপর একটি দূরপাল্লার বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও দুটি বাসের সামন ও পিছনের অংশের ব্যাপক ক্ষতিসাধিত হয়। এ ঘটনায় দ্বিগাম্বর বাজারের আড়তের এক লেবার, বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাক্রমে যদি বালু বোঝাই ড্রাম ট্রাকটি মহাসড়কের পূর্ব দিকে না গিয়ে পশ্চিম দিকে চলে আসতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। কারণ সোমবার দ্বিগাম্বর বাজারের সাপ্তাহিক হাটবারে অসংখ্য মানুষের সমাগম ছিল।
ড্রাম ট্রাকের ব্রেকফেল কিংবা ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।