হবিগঞ্জে সামাজিক সংগঠন প্রতিজ্ঞার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার দিনব্যাপী প্রতিজ্ঞার অস্থায়ী কার্যালয় মাতৃছায়া কিন্ডার গার্টেনে এক সাধারণ সভা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। সভায় উক্ত সংগঠনের বন্ধুদের সমন্বয়ে গঠিত সমাজের বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নাগরিকদের নিয়ে কমিটি গঠন করা হয়। করোনাকালীন সময়ে এই সংগঠনটি অসহায় ও নি¤œবৃত্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সামর্থ পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সময় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এই সংগঠনের কোন সদস্য যদি অসুস্থ বা শারীরিক কোন সমস্যায় ভোগে তাকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করা হয়। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ সালের কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে দুলাল দেবকে সভাপতি ও মৃত্যুঞ্জয় দেব (অঞ্জন) কে সাধারণ সম্পাদক করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com