ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে শুরা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বিন মনছুর সহ জেলা উপজেলার শুরা সদস্যবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি বিগত জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২১ ও ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব শামছুল আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম। শেষে আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীর সাহেব চরমোনাই এর হাতপাখা প্রতিকের প্রার্থী নির্বাচন করে সকলকে ঈমান, আমল ও দেশ রক্ষায় সকল কার্যক্রমে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com