স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনায় আটক পরিচ্ছন্নতাকর্মী জোসনা বেগমের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী চুরির নেপথ্যে কারা আছে পুলিশ তদন্তের মাধ্যমে বের করবে বলে জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে। গতকাল রবিবার বিকেলে সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারসহ আটক জোসনা বেগমকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। তবে ওই নারীর দাবি তিনি চুরির সাথে জড়িত নন, তার দায়িত্ব জায়গামতো জিনিস পৌঁছে দেয়া। বিনিময়ে তাকে টাকা দেয় হাসপাতালের ওয়ার্ড বয় গনি মিয়া ও স্টোর কিপার হাবিব মিয়া। আটক নারী বড় বহুলা গ্রামের আমির আলীর স্ত্রী জোসনা বেগম (৩৫) হাসপাতালে মাস্টাররোলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো। শনিবার সন্ধ্যায় তাদের কথামতো টমটমযোগে অক্সিজেন সিলিন্ডার একটি ক্লিনিকে নিয়ে যাবার সময় জনতার হাতে সে আটক হয়। পরে তাকে পুলিশে দিলে পুলিশ দীর্ঘক্ষণ অপেক্ষার পর হাসপাতাল থেকে মামলা না দেয়ায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। রোগীদের অভিযোগ, প্রায়ই হাসপাতালের কতিপয় কর্মচারির যোগসাজশে অক্সিজেন ও দামি ওষুধ বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। ফলে প্যারাসিটামল আর গ্যাস্টিকের ওষুধ ছাড়া কিছুই হাসপাতালে মিলছে না। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িতদের বের করতে আটক জোসনা বেগমকে রিমান্ডে আনা হবে।