স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল সরকারি বিদ্যালয়ে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তি করতে হবে। ইতোমধ্যে সকল বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানানো হয়- সরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করে এ সময়ে মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com