স্টাফ রিপোর্টার ॥ বাড়ি থেকে হবিগঞ্জ আসার পথে পশ্চিমভাগ মির্জাপুর সড়কে মঞ্জিল মিয়া (৩০) নামের এক প্রবাসীকে পিটিয়ে আহত করে অর্থকড়ি লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বানিয়াচং উপজেলার বিথঙ্গল কামারগাঁও গ্রামের ফজলু রহমানের পুত্র। গত ১৩ জানুয়ারি মঞ্জিল মিয়া ওমান থেকে বাড়ি আসেন। শুক্রবার বাড়ি থেকে রিয়াল ভাঙানোর জন্য হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিত স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথরোধ করে পিটিয়ে আহত করে সাথে থাকা ২ হাজার রিয়াল নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com