স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুসহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় কুর্শি বাসস্ট্যান্ড এলাকায় চুরি-ডাকাতি ও প্রতারণার সাথে জড়িত লিটনের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য দিলবাহার আহমেদ দিলকাছ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইকরামুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান, মোজেফর মিয়া, গোলেমান খান, সাবেক ইউপি সদস্য আফিজ উদ্দিন, নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মিয়া ও সেলু মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক এমপি মুনিম চৌধুরী একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ভদ্র ও বিনয়ী একজন মানুষ। গ্রামবাসী এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এলাকায় অপপ্রচার চালাচ্ছে চুরি-ডাকাতি ও প্রতারণার সাথে জড়িত এবং পিতার ত্যাজ্যপুত্র ঘোষিত লিটন ও তার বাহিনী। লিটন ও তার ভাইদের কু-কর্মে এলাকাবাসী অতিষ্ঠ। লিটনের দুই সহোদর লিপটন ও লুদন এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে সাবেক এমপি মুনিম চৌধুরী ও গ্রামের মুরুব্বীদের কাছে অনেক অভিযোগ এবং থানায় মামলা রয়েছে। লিটন প্রতারণার মাধ্যমে অনেকের টাকা আত্মসাত করেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানীও করছে লিটন ও তার লোকজন। ভুক্তভোগীদের অভিযোগে এমপি মুনিম চৌধুরী ও গ্রামবাসী প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। সে এখন গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে এবং অপপ্রচার চালিয়ে গুণীজনদের মানহানী করছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com