আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাহেল চৌধুরীর মাসিক আয় ৩৩ হাজার ৩শ’ টাকা ॥ তাঁর স্ত্রীর রয়েছে ৫০ ভরি স্বর্ণ
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ আগামীকাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। নির্বাচনে সকল প্রার্থী হলফনামার মাধ্যমে নিজেদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করেছেন। হলফনামায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী তাঁর আয়-ব্যয়ের যে হিসেব দেখিয়েছেন তাতে দেখা যায় তিনি মাসে ৩৩ হাজার ৩৩৩ টাকা আয় করেন।
নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল রাহেল চৌধুরী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন ‘বি.এস.এস’ (পাস)। ক্লাইন্ট বিজনেস থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ টাকা। তাঁর কাছে নগদ আছে ৫০ হাজার টাকা, স্ত্রীর আছে ৫০ ভরি স্বর্ণ। ঘরে ইলেকট্রনিক্স সামগ্রী আছে- রঙিন টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল ইত্যাদি। স্ত্রীর আছে একটি মোবাইল ফোন। রাহেল চৌধুরীর নিজের নামে কোন জমি নেই। যৌথ মালিকানাধীন কৃষি জমি আছে ৪০ একর। দালান/আবাসিক ও বাণিজ্যিক ভূমি আছে ২ একর।
গোলাম রসূল রাহেল চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোড, শান্তিপাড়ার হাজী গোলাম রব্বানী চৌধুরীর ছেলে।