স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আনন্দপুর গ্রাম থেকে ১০ চোরাই গরু সহ অমর দেব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করে গরুগুলো বাড়িতে এনে জমিয়েছিল সে। কিন্তু পুলিশের ভূমিকায় গরুগুলো হজম করতে পারেনি অমর। গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ রবিবার আনন্দপুর গ্রামে অমর দেব এর বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গরু সহ তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, রবিবার গ্রেফতারকৃত অমর দেবকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com