আক্তার হোসেন আলহাদী, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর পূর্বে ওমান প্রবাসী অলিদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজেনা বেগম (২৩)। বিয়ের ১ মাসের মাথায় স্বামী অলিদ মিয়া বিদেশ চলে যান। বিদেশ যাওয়ার পর স্ত্রী সুজেনা বেগমের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন স্বামী অলিদ মিয়া। এলাকাবাসী জানান, বিয়ের পর স্বামী খোঁজ খবর না নেয়ায় চরম হতাশায় দিনাতিপাত করছিলেন সুজেনা বেগম। এ পরিস্থিতিতে গতকাল স্বজনরা নোয়াগাঁও গ্রামের মৃত আতিক উল্লার ঘরের পিছনে বারান্দা রকম কক্ষে সুজেনার ঝুলন্ত লাশ দেখতে পান। সাথে সাথে তারা বানিয়াচং থানা পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই গৌতমসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে সুজেনা বেগম এর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ প্রেরণ করে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com