স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের টাউন হলে জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌরসভা চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, অ্যাডভোকেট আতাউর রহমান, হুমায়ূন কবীর রেজা, মোঃ আব্দুর রহমান, স্বপন লাল বণিক, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমূখ।
সভায় এমপি আবু জাহির বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে আমরা বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আজকের বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জাতির পিতা জাতিকে ভালোবেসেছেন। আমাদের একটাই চিন্তা জাতির জন্য আমাদের মহান নেতা জীবন দিয়ে গেছেন। সেই জাতির কল্যাণ করা, তাদের জীবন সুন্দর করা হউক সকলের লক্ষ্য। আর আমরা সেই লক্ষ্য নিয়েই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com