সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার কালাউক বাজার ও মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা।
সূত্রে জানা যায়, কালাউক বাজারে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোকানে মূল্য তালিকা না থাকার কারণে ১ হাজার ৫ শত টাকা করে দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় ৫ জনকে ৪ হাজার টাকা সর্বমোট ৭ জনকে বিভিন্ন আইনে ৭ হাজার টাকা জরিমানা করাহয়। সাথে সাথে রাস্তা থেকে সকল ধরণের গণউপদ্রব অপসারণ করা হয়।
একই দিনে তেঘরিয়া গ্রাম থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে নাইট ডে খেলা আয়োজনের বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে লাখাই থানা পুলিশ।