স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা ক্বাজী মাওলানা আতাউর রহমান, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল কাশেম আজীজী, সদস্য মোঃ তৈয়ব আলী, আরিফুল রেজা, হুমায়ুন আহমেদ, তফসির মিয়া প্রমুখ। পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত পরিচালনা করেন ক্বাজী মাওলানা আতাউর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com