আওলাদ মিয়া সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব আলী। ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে নির্বাচনে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, উপ-পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন শ্রম দপ্তর (শ্রীমঙ্গল-মৌলভীবাজার) নাহিজ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, লেবার অফিসার মোশাহিদ, হবিগঞ্জ বাস মালিক সমিতি, হবিগঞ্জ বাস ট্রাক মালিক সমিতি ও বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
নির্বাচনে মোঃ আওলাদ মিয়া ৮০৬ ভোট পেয়ে সভাপতি, মোঃ আবদাল মিয়া ৬৬৭ ভোট পেয়ে সহ-সভাপতি (১ম), মোঃ আশরাফ উদ্দিন ৬০৪ ভোট পেয়ে সহ-সভাপতি, মোঃ শহিদুল ইসলাম শহিদ ৯৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মোঃ কামরুল হোসেন ৫১৬ ভোট পেয়ে সহ-সম্পাদক, মোঃ নাছির মিয়া ৬৯৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল আউয়াল ৬৭৯ ভোট পেয়ে প্রচার সম্পাদক, মোঃ সোহেল খান ৭৮৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরি কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মোঃ সুমন মিয়া ৬৪৬ ভোট, মোঃ আনু মিয়া ৬৪২ ভোট, মোঃ বিল্লাল মিয়া ৫৩৪ ভোট, মোঃ ছালেক মিয়া ৪৯৩ ভোট, মোঃ তফুর মিয়া ৪৬৪ ভোট, সৈয়দ খোকন ৪৬১, মোঃ উজ্বল মিয়া ৪৫৫ ভোট, মোঃ সাদেক মিয়া ৪৪৫ ভোট।