হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় খাদিজাতুল কোবরা (রাঃ) মসজিদ ও মহিলা মাদ্রাসা এতিমখানায় নতুন ৩ তলা ভবন নির্মাণ হচ্ছে। গতকাল সোমবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠানের মোতায়াল্লি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট দেওয়ান মসউদ চৌধুরী, সহ সভাপতি প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সাধারণ সম্পাদক প্রফেসর ফরিদ আহমেদ, রাজনগর পঞ্চায়েত কমিটির সর্দার গোলাম ওদুদ ফারুক, সর্দার গাজী আলাউদ্দিন, সর্দার আব্দুল মোতালিব মমরাজ, প্রফেসর এনামুল হক, রাজনগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি মোঃ শামছুল হুদা, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, শাহজাহান চৌধুরী, ৭১ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি শাকীল চৌধুরী, দেওয়ান মোস্তাক গাজী, মহিব উদ্দিন সোহেল, ইংল্যান্ড প্রবাসী ছালিক উদ্দিন আহমেদ, শাহ সালাহ উদ্দিন টিটু, হারুন অর রশিদ হারুন, সৈয়দ আফতাবুর রেজা মুরাদ, গাজী খান আফজল, আব্দুল করিম, মাহবুবুল আলম মান্না, গাজী আক্তার, সাখাওয়াত হোসেনসহ রাজনগর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এতিমখানার ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে মহিলা এতিমখানা হল। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এমন কর্মকান্ডে এগিয়ে আসা উচিত। তখন তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি