স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ইউপি সদস্য সরবিন্দু সরকার তপনের জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাঁর জামিন নামঞ্জুর করেন। সরবিন্দু সরকার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মেম্বার ও দূর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে।
আদালত সূত্র জানায়, সোমবার সরবিন্দু সরকার তপনের পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জের সাবেক পিপি অ্যাডভোকেট ফজলে আলী, সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর রায়, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট শিবলী খায়ের, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট আশরাফুল আহম্মেদ কামাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট হেলাল তালুকদার, অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সামছুল হক। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করেন।
মামলার বাদী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।