চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়কোটা বাজারে এ উপলক্ষে এক সভা জুয়েল মিয়ার সভাপতিত্বে ও আসাদুজ্জামান রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এমএ ওয়াহেদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম গিয়াস, সহ-সভাপতি চান্দ আলী মেম্বার, যুগ্ম-সম্পাদক ও শানখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বশির, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, আঞ্চলিক যুবলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়াসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় আলোচনাক্রমে মোঃ জয়নাল আবেদীন তাহেরকে সভাপতি, শেখ তাজুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জুয়েল মিয়া, মোঃ সিরাজ আলী, মকবুল হোসেন সানুকে সহ-সভাপতি, মোঃ আসাদুজ্জামান রুবেলকে সাধারণ সম্পাদক, মীর মোঃ মনসুরকে যুগ্ম-সম্পাদক, জিতু মিয়া ও আব্দুল মালেক রিপনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com