স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে আগুয়া বাজার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য লেচু মিয়া, শিক্ষার্থী চম্পা রানী বৈষ্ণব, কুলসুমা আক্তার প্রমূখ। সভায় বক্তারা বলেন- করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের ১১ মাসের বেতন বাকি পড়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দরিদ্র অভিভাবকরা বেতন দিতে পারছেন না। সম্প্রতি ম্যানেজিং কমিটির সভায় অর্ধেক বেতন ও পরীক্ষা ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে রেজুলেশন করার সিদ্ধান্ত হয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীদের ১১ মাসের বেতন দাবি করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া পরীক্ষা ফি ফেরত দেননি। এ অবস্থায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা আরো জানান, অবিলম্বে শিক্ষার্থীদের বেতন মওকুফ ও পরীক্ষার ফি ফেরত না দিলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহন করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com