মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তপু চৌধুরী (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের সিরাজ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে তপু চৌধুরী তার শ্বশুরবাড়ি রাজিউড়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করে পল্লী চিকিৎসক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মঙ্গলবার সকালে তিনি ধান পরিস্কার করার জন্য ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস তাকে মৃত ঘোষণা করেন। বিকালে জানাজার নামাজ শেষে পাঁচ পীরের মোকামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com