চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভা শহরে দুই শত বছরের পুরনো বাজারে প্রথমবার হতে যাচ্ছে ব্যবসায়ি কল্যাণ সমিতি (ব্যকস) এর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চুনারুঘাট শহর এখন পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন জমজমাট শহরের অলিগলি। এ নির্বাচনে ১৮টি পদে নির্বাচন হওয়ার কারণে প্রার্থী বেশি থাকায় প্রচারনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তবে বেশি পদে ভোট দিয়ে গিয়ে ভোটারদের বিড়ম্বনাও রয়েছে। এ নিয়েও ভোটারদের মধ্যে নানা ক্ষোভ রয়েছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৮ পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেছে। আগামী ২১ নভেম্বর বহুল প্রত্যাশিত এ নির্বাচনকে কেন্দ্র করে এখন শহরে সাজ সাজ রব। বিকেল থেকেই প্রার্থীরা দল বেধে ঘরে ঘরে ভোট চাইতে বের হচ্ছে। এতে দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেলেও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় লোকজনের মধ্যে করোনা সংক্রমণও বাড়ার আশংকা করা হচ্ছে। সরজমিনে দেখা যায়, চুনারুঘাট পৌরসভার ব্যবসায়িক কার্যক্রমে আধুনিকতা বাস্তবায়নের লক্ষ্যে বেশ জোরেসোরে চলছে নির্বাচনী কার্যক্রম। ইতোমধ্যে ১৮টি পদে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণায় নেমেছেন।
প্রাপ্ত তথ্য মতে সভাপতি পদে বর্তমান আহবায়ক আব্দুস সালাম তালুকদার ও ট্রাভেলস ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতির ৩টি পদে ৯ জন প্রার্থী রয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিগত কমিটির সভাপতি প্রয়াত আবুল হোসেন আকল মিয়ার ছেলে নাজমুল হক বকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন ও মুদি ব্যবসায়ী আজগর আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক পদে ৪ জন, সহ সাংগঠনিক পদে ৪ জন, কোষাধ্যক্ষ ৩ জন, সহ কোষাধ্যক্ষ ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সহঃ দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সহপ্রচার সম্পাদক পদে ১ জন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ সম্পদক পদে ২ জন, সহ সমাজ কল্যাণ পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সহ ক্রিড়া সম্পাদক ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যকরী সদস্য পদে ১০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চুনারুঘাট বাজারে দুইশত বছরের ইতিহাসে এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতা নির্বাচন হচ্ছে। এটি ছিল চুনারুঘাট বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী। ফলে ১৮টি পদে নির্বাচনে তরুণরাই বেশি প্রার্থী হয়েছেন। সভাপতি ও সহ সভাপতি ছাড়া সকল পদেই তরুণদের দেখা গেছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী জানান, চুনারুঘাট ব্যকস পরিবারের দীর্ঘদিনের ইচ্ছের ফসল এই নির্বাচন। ভোটার থেকে প্রার্থী সকলেই আনন্দিত। উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তা নির্বাচন কার্যক্রম এগিয়ে চলছে। আগামী ২১ নভেম্বর শান্তিপূর্ণ ভোটগ্রহনের মাধ্যমে চুনারুঘাট বাজারবাসী একটি সুন্দর কমিটি পাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com