বিধি না মেনে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় বিশাল ইলেকট্রনিক্সকে জরিমানা
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের গ্রীণ লাইফ ডায়াগনস্টিক ও ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা অর্থদ- করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ অর্থদন্ড করেন। এ সময় ওই বাজারে বিশাল ইলেকট্রনিক্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে লাইসেন্সবিহীন গ্রীণ লাইফ ডায়াগনস্টিক ও ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। তারা লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনো পায়নি। আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানকালে কোন লাইসেন্স বা প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে গ্রিনলাইফ ডায়গনস্টিক সেন্টার এর স্বত্ত্বাধিকারী মোতাহের হোসেনকে (৩৮) ৫ হাজার টাকা ও ইনাতগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর আবুল হোসেনকে (৪১) ৫ হাজার টাকা অর্থদ- করা হয়। তারা ডিসেম্বর মাসের ২০ তারিখের মধ্যে লাইসেন্স না করলে পরবর্তি অভিযানে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
এছাড়া বিধি না মেনে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ইনাতগঞ্জ বাজারে অবস্থিত বিশাল ইলেকট্রনিক্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিকিউশন সহায়তা করেন ডা: হাসান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে নবীগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, ভূয়া ডাক্তার বা লাইসেন্স বিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।