বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি একতা বাজারে কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন ও কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইটের ১৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বিকাল ৪টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বাসদের আহবায়ক কমরেড লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এআরসি কাওছারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাসদ’র সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সদস্য ইমদাদুল হোসেন খান, বড়ইউড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, শ্রমিক নেতা হাজী অনু মিয়া ও ছাত্রফ্রন্ট নেতা তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। উপস্থিত ছিলেন ভূমিহীন নেতা শাহ মোক্তার আলী, ছাত্রফ্রন্ট নেতা শফিকুল ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের নেতা শাহ ইরফান আহমদ নাবিল, রায়হান সরদার, শুভ প্রমূখ।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে মার্কিন বহুজাতিক কোম্পানি এসএসএ’র কাছে চট্টগ্রাম বন্দর ১৯৮ বছরের জন্য লীজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তা প্রতিহত করতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বন্দর অভিমূখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করে। তাতে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে আখাউড়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ২০০২ সালের ২৭ অক্টোবর বানিয়াচংয়ের বড়ইউড়ি গ্রামের সন্তান, সিলেট জেলা ছাত্রফ্রন্টের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন ও মৌলভীবাজার জেলা বাসদ নেতা কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com