শায়েস্তাগঞ্জ রেল স্টেশন পরিদর্শনে রেলপথ সচিব
কামরুল হাসান ॥ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা বলেছেন, রেল বাংলাদেশের জনগণের সম্পদ। এটি যাতে ভালভাবে ব্যবহার হয়, তাই আপনারা টিকেট কেটে ট্রেনে উঠবেন। প্রধানমন্ত্রী চান ট্রেনকে আরো উন্নত করতে। তাই সবার সহযোগিতা প্রয়োজন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি যাত্রাবিরতির সময় শায়েস্তাগঞ্জ রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রেল সচিব পারাবাত ট্রেনযোগে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।
সচিব বলেন- শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে প্লাটফর্মের ছাউনি বর্ধিত করণসহ যতগুলো সমস্যা রয়েছে পর্যায়ক্রমে সবগুলো সমাধান করা হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রেলপথ সচিব বলেন- টিকেট বাড়ানোর বিষয়টি ঢাকায় ফিরে মূল্যায়ন করা হবে এবং এখানে কি পরিমাণ যাত্রী ট্রেনে যাতায়াত করে তা দেখে প্রয়োজন হলে আমরা এখানে টিকেট বাড়িয়ে দিবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব শায়েস্তাগঞ্জ) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, স্টেশন মাস্টার মোঃ সাইফুল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com