নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে মুবারক মিয়া নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আয়নারটুকের বাসিন্দা দানা মিয়ার ছেলে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির সামনের ডোবা থেকে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর দুপুরে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
লাখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com