ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর অফিসিয়াল ক্লাব ভিজিট গত ২৯ অক্টোবর ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান তাহেরা ওয়াহিদ ভার্চুয়ালি সম্পন্ন করেন। ইনার হুইল সেবা আর বন্ধুত্বের ব্রতে বিশ্বাসী, আর তাই সেবার মানসে মানবতার কল্যাণে নিজস্ব ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থ নিয়ে একসাথে পথ চলে ইনার হুইল বন্ধুরা। আর এ প্রয়াসে ক্লাব ভিজিট উপলক্ষে এক সুবিধা বঞ্চিত পরিবারে আয়ের সুযোগ এর জন্য একটি সেলাই মেশিন উপহার দেন। এছাড়াও গত জুলাই মাসে ঈদ উল আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বাড়ি বাড়ি পৌঁছে দেন। যৌথ প্রকল্পে অংশগ্রহণ করেন ঢাকার বুড়িগঙ্গা ক্লাবের সাথে ক্যান্সার হাসপাতাল ও ইসলামিয়া চক্ষু হাসপাতালে সুবিধা বঞ্চিতদের সহায়তায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী। উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খান জলি, সেক্রেটারি মাহফুজা আক্তার ডলি, ভাইস প্রেসিডেন্ট-১ রায়হানা আক্তার, আইএসও তাজকিরা আক্তার জুবলি, ট্রেজারার রওশন আরা লুনা, সদস্য অ্যাডভোকেট শায়লা খান, চৌধুরী খুরশেদ নাহার কুইন। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ক্লাব কার্যক্রমের প্রশংসা করেন এবং সবার নিরাপদ জীবন ও সুস্থতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com