শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল। এ উপলক্ষে তাঁর ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। গতকাল শুক্রবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজারস্থ (সোনালী ব্যাংক সংলগ্ন) শাকিল এর নিজ বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন মহল্লা হতে বিশিষ্ট মুরুব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
২নং ওয়ার্ডের মহলুল সুনাম গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী রজব আলীর সভাপতিত্বে ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কিতাব আলী শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেলওয়ে জামে মসজিদের ক্বারী আব্দুল হান্নান। মিলাদ মাহফিল শুরু হওয়ার পূর্বে মোঃ সারোয়ার আলম শাকিল বলেন, তিনি একটি স্বপ্নের শায়েস্তাগঞ্জ পৌরসভা বিনির্র্মাণে প্রত্যয়ী। শায়েস্তাগঞ্জ পৌরসভাকে সুন্দর ও অত্যাধুনিক পৌর শহর গড়ার অঙ্গীকার নিয়ে তিনি নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং পৌরবাসী সকলের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত জনতা শাকিলের প্রতি সমর্থন জানান। এছাড়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দাউদনগর বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল হাই নূরী।