স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল কঙ্কারহাটি হতে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মোজাম্মেল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে উচাইল কঙ্কারহাটি হতে ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। আটক মোজাম্মেল কঙ্কারহাটির মোঃ সবুজ মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা অষ্টগ্রামের বাজুকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে সে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের উত্তর বড়জুষ গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র আ: রহিম ওরফে রহিম মিয়া ওরফে টেনু মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। যৌতুক মামলার এজাহারভুক্ত প্রধান আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। রবিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দল শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com