নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালামের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে সরকারি গাছ কর্তনের অভিযোগে চেয়ারম্যান কালামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন ওই এলাকার লোকজন।
অভিযোগের বিবরণে জানা যায়, গত ৩১ অক্টোবর নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে স্কুলের নিকটবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন প্রজাতির প্রাচীন রেইনট্রি গাছ কর্তন করেন দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। গাছ কর্তন শেষে গাছগুলো ঠেলাগাড়ি যোগে তার বাড়িতে নিয়ে যান। এমন কী স্কুলের গ্রীলও নিজের বাড়িতে নিয়ে যান চেয়ারম্যান কালাম। স্থানীয়রা গাছ কাটার কারণ জানতে চাইলে চেয়ারম্যান কালাম উল্টো নানা-ভাবে হুমকি-ধামকি দেন স্থানীয় লোকজনকে। পরে ওই এলাকার মানুষ স্কুলের সীমানা প্রাচীর ভেঙে সরকারি গাছ কর্তনের অভিযোগ এনে আ.ক.ম ফখরুল ইসলাম কালামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগে ওই এলাকার আমিন মিয়া, ফুল মিয়া, ঈসমাইল মিয়াসহ ১০ জন স্বাক্ষর করেন।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমাইয়া মমিন বলেন- বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযোগ তদন্তের জন্য প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে। যে বা যারা সরকারি গাছ কর্তন করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com