স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির করোনামুক্ত হওয়ায় এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় প্রতিদিনের বাণী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উমেদনগর পশ্চিম মসজিদ এলাকা জামে মসজিদের পেশ ইমাম সৈয়দ আহমদ। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, বিশিষ্ট মুরুব্বী হাজী শামসু মিয়া, মোঃ ওয়াহিদ মিয়া, খন্দকার রফু মিয়া, সমিতির সহ-সভাপতি আব্দুন নুর ও শাহিন মিয়া, যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, কোষাধ্যক্ষ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, সদস্য নাসির উদ্দিন, কাঞ্চন রায়, বিষু রায়, কৌশিক বণিক, কাজল মিয়া, খোয়াই পত্রিকার সার্কুলেশন ম্যানেজার সাইফুল ইসলাম, জালাল মিয়া, দুলাল মিয়া, ফারুক মিয়া, এমরান মিয়া, রুমান মিয়া, সফিকুল ইসলাম, রুবেল মিয়া, মোস্তাকিম, অজয় দেব প্রমুখ। মিলাদ মাহফিলে এমপি আবু জাহিরের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com