সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। ‘নাগরিক অধিকার করতে সুরক্ষা, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লাখাই উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং তাঁর বক্তব্যে নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা উপভোগ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com