স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে অব্যাহত ধর্ষণ ও নারীর উপর সহিংসতার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার নারী-পুরুষরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রতিদিন সারাদেশ তথা হবিগঞ্জ জেলায়ও ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। নোয়াখালীর বর্বরতা সকলকে মর্মামত করেছে। এ অবস্থা উত্তরণ ঘটাতে চাইলে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। সমাজে নারীর প্রতি সম্মান বাড়াতে হবে। বক্তারা অবিলম্বে নোয়াখালী, সিলেটের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তি দাবি করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হবিগঞ্জের সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সুরবিতান ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল ফজল, জাতীয় সমাজতান্ত্রিক যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লিটন, শায়েস্তাগঞ্জ থিয়েটারের সিনিয়র মঞ্চকর্মী বাবুল মল্লিক।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অপু চৌধুরী, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবীর, চলচ্চিত্র নির্মাতা স্বরূপানন্দ রায় চৌধুরী, মোক্তাদির ইবনে সালাম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক পিকে সূত্রধর, প্রতিভা সাংস্কৃতিক সংসদের সভাপতি সুবীর রায়, খোয়াই থিয়েটারের অর্থ সম্পাদক আব্দুল হামিদ, মঞ্চশিল্পী লিটন দাশ, সৈয়দ কাউছার, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি প্রণব কুমার দেব, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রভাকর দাশ, তারুণ্য সোসাইটির সভাপতি রাকিব, সাংস্কৃতিককর্মী ইমতিয়াজ শিপন, জুয়েল রায় জনি, স্বর্ণা বৈদ্য প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com