স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারীর প্রতি সহিংতার প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দেয়ার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সামনের রাস্তায় ধর্ষণ প্রতিরোধ গণঐক্যের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাব্দী চৌধুরীর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুর রহমান রবিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ জয়নাল আবেদীন রাসেল, নায়েব হোসাইনসহ সন্ধান, হবিগঞ্জ নারী সমিতি, লাল সবুজ সংঘ, মায়ের মমতা, হিন্দু বৌদ্ধ ঐক্য ছাত্র পরিষদ, মানবিক বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। সভায় বক্তারা দেশব্যাপী অব্যাহত গণধর্ষণসহ নারীদের প্রতি সহিংতার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান। পরে বৃষ্টি উপেক্ষা করে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com