মেম্বার বললেন চাল আত্মসাতের প্রতিবাদ করায় চেয়ারম্যান আমার উপর ক্ষিপ্ত হয়ে এ কাজ করেছেন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের অভিযোগের প্রেক্ষিতে বরখাস্ত হয়েছেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার জাহেদ আহমদ চৌধুরী।
গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরখাস্তের এ আদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভিজিডির কার্ডে সুবিধাভোগীর নাম পরিবর্তন করায় বরখাস্ত করা হয় গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য জাহেদ আহমদ চৌধুরীকে। অভিযোগ রয়েছে সত্য বিষয়টি জেনেও চেয়ারম্যান মুকুল মিথ্যার আশ্রয় নিয়ে অভিযোগ দেন।
এ প্রসঙ্গে বরখাস্তকৃত ইউপি সদস্য জাহেদ আহমদ চৌধুরী বলেন, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের লাগামহীন দুর্নীতি ও গরীবের হক মেরে খাওয়ার প্রতিবাদ করায় এবং গণমাধ্যমে বক্তব্য দেয়ায় চেয়ারম্যান কর্তৃক ষড়যন্ত্রের শিকার আমি। সুবিধাভোগীদের কোনো অভিযোগ না থাকলেও স্বপ্রণোদিত হয়ে চেয়ারম্যান আমার বিরুদ্ধে অভিযোগ দেন।
মূল বিষয় হচ্ছে- একজন তালিকাভুক্ত সুবিধাভোগী আর এ সুবিধা নিতে পারবেন না বলে আমাকে জানান এবং তিনি বলেন তার কার্ড তার আত্মীয়কে দেয়ার জন্য লিখিত আবেদন করে। এরই প্রেক্ষিতে আমি ওই সুবিধাভোগীর পরিবর্তনে তার আত্মীয়ের নাম দেই। আবেদনের কপি আছে। তাদের কোন অভিযোগ নেই তারা আমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু চেয়ারম্যান সাহেব প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com