স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে গরু চুরি করতে গিয়ে মাসুম মিয়া (৩০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে। এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে মাধবপুর থানার একদল পুলিশ নোয়াপাড়া গ্রামের বক্কর আলীর পুত্র মাসুমকে ওই গ্রামের একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাতে ওই গ্রামের আব্দুল মতিন নামের এক ব্যক্তির বাড়িতে গরু চুরি করতে যায় মাসুম মিয়া। বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির লোকজন মাসুমকে আটক করে গাছের সাথে বেধে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে। সোমবার বিকেলে হবিগঞ্জ সদর থানার এসআই সাহিদ মিয়া লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, জানা গেছে আব্দুল মতিনসহ অন্যান্যরা তাকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়েছে। তবে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com