সারা দেশের ন্যায় হবিগঞ্জেও এলজিইডি’র সকল সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখতে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অক্টোবর’২০২০ মাসব্যাপি এলজিইডি’র সকল সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখার নিমিত্তে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। সে লক্ষ্যে এলজিইডি সারাদেশ ব্যাপি নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরী রক্ষণাবেক্ষণ এবং সময়ান্তর রক্ষণাবেক্ষণ এই তিন ক্যাটাগরিতে সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মধ্যে মহিলা কর্মীদের দ্বারা পাঁকা সড়ক সমূহের সোল্ডার রক্ষণাবেক্ষণ, সড়কে সৃষ্ট ছোট ছোট গর্ত বা ক্ষতিগ্রস্ত অংশগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরো অধিক ক্ষতি যেন না হয় এবং সড়কে ডিজাইন লাইফের মধ্যে যানবাহন চলাচল উপযোগী রাখাসহ জনসাধারণ নির্বিঘেœ চলাচল এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে সারাদেশে এলজিইডি শুধুমাত্র নিয়মিত রক্ষণাবেক্ষনের মাধ্যমে ১৪ হাজার ১৯৮ কিঃমিঃ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে। গতকাল ১লা অক্টোবর সারা দেশে এ কার্যক্রম একযোগে শুরু হয়েছে। উক্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য গতকাল বিকেল ৪টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এ কার্যক্রম ভার্চুয়াল সভায় শুভ উদ্বোধন করেন। উক্ত ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, এলজিইডি’র প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণসহ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এলজিইডি, হবিগঞ্জ ব্যাপক আয়োজনের মাধ্যমে কর্মসূচির সূচনা করে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে এঙই গধরহঃবহধহপব/জঊজগচ প্রকল্পসহ ৮২৩ জন মহিলা কর্মী দ্বারা সড়কের মাটির সোল্ডার মেরামত কার্যক্রম চলমান রয়েছে যা বছর ব্যাপি চলমান থাকবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে হবিগঞ্জের ৯টি উপজেলায় ২০০.৫১ কিঃমিঃ সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে যার কার্যক্রম গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং তা বছর ব্যাপি চলমান থাকবে। এছাড়াও সময়ান্তর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের আওতায় হবিগঞ্জ জেলায় মোট ১৬৮.৫৬ কিঃমিঃ সড়ক রক্ষণাবেক্ষণ করার জন্য কর্মসূচী গ্রহন করা হয়েছে।