স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী বাস বিকাল ৫টায় অজ্ঞাতনামা (৪৫) ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ফেলে রেখে যায়।
স্বাধীন সমাজ কল্যাণ সংস্থা নামের সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোতাব্বির হোসেন কাজল খবর পেয়ে তাৎক্ষনিক নিজ খরচে ওই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
কর্তব্যরত চিকিৎসক জানান, সময়মত লোকটিকে হাসাপাতালে নিয়ে আসায় তিনি এখন সুস্থতার দিকে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com