স্বপন বণিক ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জে পৃথক সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের কুমোদপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ উভয়পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত শামায়ুন মিয়া (৩২) ও বেবি আক্তার ভুইয়াকে (৩০) হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে বাচ্চাদের খেলা নিয়ে দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, বানিয়াচংয়ে জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৩০ জন। রোববার সকালে উপজেলার তাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল আহাদ মিয়ার সাথে তার ভায়রা একই এলাকার শাহিদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com