স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নুরুল আমিন লিওন (১৮) নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। রোববার সকাল ৭টায় উপজেলার রিয়াজনগর এলাকায় চট্টগাম থেকে সুনামগঞ্জগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (চট্টমেট্রো ভ-১১-০৯৭৬) বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ট ১৩-০৬৭৯) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ধনমুড়ি গ্রামের নুরুল আমিন লিওন নিহত এবং তার সহকারী একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২২)সহ বাসের কয়েক যাত্রী আহত হয়।
পুলিশ সূত্র জানায়, সকাল ৬টার দিকে স্টার সিরামিক্স কোম্পানির সামনে দুটি গাড়ি ওভারটেক করেতে গেলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে পিকআপ ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যায়। চালকের সহকারিকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান- আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাসহ পুলিশ লাশ উদ্ধার করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com