মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কালিকাপুরে ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আবু বক্করের নেতৃত্বে নায়েক বেলাল হোসেন ৫ সদস্য বিশিষ্ট টহলদল নিয়ে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার কালিকাপুর নামক স্থানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪শ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করে।
মাদক আটকের সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com