স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোতচ্ছির মিয়া হত্যা মামলার আসামী সৈয়দ মোজাম্মিল আলীকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়। মঙ্গলবার দুপুরে মামলার রায়ে এই দন্ড ঘোষণা করেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা। দ-প্রাপ্ত সৈয়দ মোজাম্মিল আলী নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের মৃত সৈয়দ আইয়ুব আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ জুলাই বিকেলে পূর্ব বিরোধের জের ধরে নিজ বাড়িতে মোতচ্ছির মিয়ার উপর হামলা চালায় আসামীরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ১১ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৩ জুলাই নিহত মোতচ্ছির মিয়ার মা লিলা বেগম বাদি হয়ে নবীগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার তৎকালীন এসআই লুৎফুর রহমান তদন্ত শেষে ২০০৭ সালের ৭ অক্টোবর এজাহারভুক্ত ৫ জনকেই আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন। রায় প্রদানের সময় আসামী এজলাসে উপস্থিত ছিলেন। মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ আহমেদ। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রুখসানা জামান চৌধুরী।