স্টাফ রিপোর্টার ॥ মহান জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর জন্য জেলার প্রত্যেক মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
বিবৃতিতে আলমগীর চৌধুরী বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় জেলাবাসীর জন্য আরও একটি বড় পাওয়া। জননেত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে এই উপহার দিয়েছেন এবং এর পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর জন্য আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর মসজিদগুলোতে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দিরগুলোতে প্রার্থনার অনুরোধ জানাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com