স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতে ৮ জুয়াড়িকে অর্থদন্ড করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের মৃত মধু মিয়ার পুত্র আশিক মিয়া (৫০), মৃত ছুয়াহিদ মিয়ার পুত্র আমির উদ্দিন (৩২), মোঃ আকল মিয়ার পুত্র মোঃ সফিক মিয়া (৩২), মৃত কালা মিয়ার পুত্র লেচু মিয়া (৪৬), টুপিয়াজুরী গ্রামের ইছাক আলীর পুত্র আক্কাছ মিয়া (২৮), মৃত ফিরোজ আলীর পুত্র মোঃ আছকির মিয়া (৩৫), আগুয়া গ্রামের মৃত আলী রাজ মিয়ার পুত্র ছুট্টু মিয়া (৩৫) ও জাহির মিয়ার পুত্র সোহেল মিয়া (৩৬) প্রত্যেককে ৫শ’ টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন- প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটকের পর ১৮৬৭ এর ১৩ ধারা লঙ্ঘন করার অপরাধে প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ শত টাকা করে অর্থদন্ড করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com